BREAKING NEWS

ads

Monday, October 1, 2018

প্রশ্নঃ-নিয়ত শব্দের অর্থ কি ও কাকে বলে?

প্রশ্নঃ-নিয়ত শব্দের অর্থ কি ও কাকে বলে? এবং নিয়তের বিধান কি?
উত্তরঃ-আমাদের সকলেরই জানা আছে যে. নামাযের আরকান-আহকাম মোট ফরজ ১৮টি।
তার মধ্যে অযুর পর প্রথম হল,
নিয়তের মাসায়েল।
নামায শুরু করার পূর্বে নিয়ত করা ফরজ।
নিয়ত না করলে নামায হবে না।
যেমন, আদ্দুররুল মুখতার গ্রন্থপ্রনেতা লিখেছেনঃ :شروط الصلوة الخامس النيةوهي الارادة অর্থাত নামাযের পঞ্চম শর্ত হচ্ছে নিয়ত করা।
আর নিয়ত হচ্ছে মনের ইচ্ছার নাম।
আর অন্তরের দৃড় সঙ্কল্পকে নিয়ত বলা হয়।
এ সম্পর্কে আল্লামা শামী রহ. লিখেছেন: النيةلغةالعزم والعزم وهوالارادة الجازمة القاطعة অর্থাত আভিধানিক সূত্রে নিয়ত হল'আযম'।
আর আযম বলা হয়, মনের দৃড় সঙ্কল্পকে।
অর্থাত যে নামায আদায় করা হচ্ছে সে নামাযের ইচ্ছা অন্তরে এমন দৃড়ভাবে হাজির করা যে, কোন্ নামায পড়ছো বলে প্রশ্ন করামাত্রই সঠিক উত্তর দিতে সক্ষম হয় যে,
আমি অমুক নামায পড়ছি।
তবেই তার নামায শুদ্ধ হবে।
চিন্তা করে উত্তর দিলে হবে না।
.
------------------------প্রমাণ-------------------------
ফতোয়া আলমগীরী১/৬৫
*হিদায়া১/৯৬ *শামী২/৯০ *বাহরুর রায়েক্ব১/৪৮২ *হাশিয়া তহতাবী২১৫

Share this:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

 
Back To Top
Copyright © 2014 আকাশ ছোঁয়া স্বপ্ন। . Shared by Themes24x7