BREAKING NEWS

ads

Sunday, January 21, 2018

অজনা কিছু কথা





অজনা কিছু কথা

পৃথিবীর বয়স ৪৬০ কোটি বছর (৪.৬ বিলিয়ন বছর)।
আয়তন ৫১ কোটি ৬৬ হাজার বর্গকিমি। 
স্থলভাগের আয়তন ১৪ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার বর্গকিমি (মোট আয়তনের ২৯.১%)।
জলভাগের আয়তন ৩৬ কোটি ১৪ লাখ ১৯ হাজার বর্গকিমি (মোট আয়তনের ৭০.৯%)। 
সমুদ্র এলাকার আয়তন ৩৩ কোটি ৫২ লাখ ৫৮ হাজার বর্গকিমি। 
উপকূলীয় রেখার আয়তন ৩ লাখ ৫৬ হাজার বর্গকিমি। 
পরিধি 
নিরক্ষরেখা বরাবর ৪০,০৬৬ কিমি। 
মেরুরেখা বরাবর ৩৯,৯৯২ কিমি। 
ব্যাস 
নিরক্ষরেখা বরাবর ১২,৭৫৩ কিমি। 
মেরুরেখা বরাবর ৬,৩৫৫ কিমি। 
ব্যাসার্ধ 
নিরক্ষরেখা থেকে ৬,৩৭৬ কিমি। 
মেরুরেখা থেকে ৬,৩৫৫ কিমি।
সর্বোচ্চ বিন্দু মাউন্ট এভারেষ্ট, উচ্চতা ৮৮৫০ মিটার। 
সর্বনিম্ন বিন্দু বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ, যা সমুদ্র সমতল থেকে ২৫৫৫ মিটার গভীর। সামুদ্রিক এলাকায় সর্বনিম্ন বিন্দু প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ, যা ১০,৯২৪ মিটার বা ৩৫,৮৪০ ফুট গভীর।
স'লসীমা ২ লাখ ৫০ হাজার ৪৭২ কিমি। 
সর্বাধিক সীমান-বেষ্টিত দেশ দুটি; চীন ও রাশিয়া (উভয় দেশ ১৪টি দেশ কর্তৃক সীমান-বেষ্টিত)। 
পানির প্রকারভেদ দুই প্রকার (৯৭% লবণাক্ত, ৩% সুপেয়।) 
সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। 
নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে ২৩ ঘন্টা ৫৬ মিনিট। 
আবর্তনের গতিবেগ ৬৬,৭০০ মাইল/ঘন্টা বা ১,০৭,৩২০ কিমি/ঘন্টা।
সূর্য থেকে দূরত্ব ১৪ কোটি ৯৫ লক্ষ কিমি (প্রায়)। 
একমাত্র উপগ্রহ চাঁদ। 
উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ২১ জুন। 
দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ২২ ডিসেম্বর। 
সর্বত্র দিনরাত্রি সমান ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর। 
ভূত্বকের গঠন লোহা ৩৫%, অক্সিজেন ২৮%, ম্যাগনেসিয়াম ১৭%, সিলিকন ১৩%, সালফার ২.৭%, নিকেল ২.৭%, ক্যালসিয়াম ১.২% ও এলুমিনিয়াম ০.৪%। 
আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া; ১,৭০,৭৫,২০০ বর্গকিমি বা ৬৫,৯২,৭৬৮.৮৭ বর্গমাইল। 
জনসংখ্যার বৃহত্তম দেশ চীন, ১৩৪ কোটি ৫৮ লাখ [UNFPA ২০০৯]।
আয়তনে বৃহত্তম মুসলিম দেশ কাজাখস্থান; ২৭,১৭,৩০০ বর্গকিমি। 
জনসংখ্যায় বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। 
আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ ভ্যাটিক্যান; আয়তন ০.৪৪ বর্গকিমি বা ০.১৭ বর্গমাইল এবং লোকসংখ্যা ৯২০ জন (মার্চ ২০১০)।
মহাসাগর ৫টি; প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ বা এন্টার্কটিকা মহাসাগর ও উত্তর বা আর্কটিক মহাসাগর। 
বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। 
গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর।

Share this:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

 
Back To Top
Copyright © 2014 আকাশ ছোঁয়া স্বপ্ন। . Shared by Themes24x7